পূর্ণি ঘোষাল, সাভার:
ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদের দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন।
সোমবার (২৪ জুন) সকাল ১১টায় রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এ শপথ বাক্য পাঠ করান।
এসময় শপথ গ্রহণ করেন সাভার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা হাসান।
শপথ গ্রহণ শেষে মঞ্জুরুল আলম রাজীব উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, আমি সাভার উপজেলা বাসীর কাছে চিরকৃতজ্ঞ। আমাকে দ্বিতীয় মেয়াদে সাভারের উন্নয়নে ও জনসেবায় কাজ করার জন্য পবিত্র দায়িত্ব দিয়েছেন। স্মার্ট সাভার গড়ে তুলতে ও জনকল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চান বলেও জানান তিনি।
Leave a Reply