মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলায় ঐতিহ্যবাহী ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের নবগঠিত এডহক কমিটির সংবর্ধনায় ও পরিচিত সভায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় পৌরশহরের ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের হলরুমে স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মহি উদ্দিন মোঃ বাকেররে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব ও ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের নবনির্বাচিত সভাপতি আহসানুল হক মাসুদ।
আরোও বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি বি.কে হানিফ, চাটখিল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম , স্কুল এন্ড কলেজের শাখার সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক আবু তৈয়ব, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই, দিবা শাখার সিনিয়র শিক্ষক ফারুক হোসেন, চাটখিল আলিয়া মাদ্রাসার প্রফেসর এডভোকেট দেলোয়ার হোসেন স্বপন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া মিঠু, চাটখিল বিআরডিবি’র চেয়ারম্যান মহীন উদ্দীন তরফদার, চাটখিল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বেলায়েত হোসেন বেল্লাল প্রমুখ। সংবর্ধনায় অনুষ্উঠানে পস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি আমেনা ফেরদৌস, ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নবগঠিত এডহক কমিটির সকল নেতৃবৃন্দকে পুষ্পস্তবক অর্পণ করে শুভেচ্ছা জানান স্কুল এন্ড কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মাসুদ হাজী সহ সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply