মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ।
ঈদগাঁওতে নির্মাণ শ্রমিকদের নতুন নামকরণ করা হয়েছে প্রকৌশলী সহকারী (ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট)। মঙ্গলবার রাতে নির্মাণ শ্রমিকদের এক অনুষ্ঠানে এ নামকরণ করা হয়। নতুন এ নাম ঘোষণা দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মীর কাশেম (জোয়ারিয়ানালা। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখার (রেজিঃ নম্বর-২২০৯) কার্যকরী কমিটির শপথ গ্রহণ ও পরিচয় পত্র বিতরণ উপলক্ষে মঙ্গলবার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রিন্স অব ঈদগাঁও কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি ভবিষ্যতে শ্রমিক জনতার পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বলেন, শ্রমিকদের কল্যাণে আমাদের এ সভ্যতা গড়ে উঠেছে। তিনি মেহনতি শ্রমিক জনতা কে সব সময় ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। বিশেষ অতিথির বক্তব্যে ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন বলেন, ইসলামই শ্রমিক জনতার অধিকার কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। ইসলাম তাদের কর্মের যথাযথ স্বীকৃতি দিয়েছে। বলা হয়েছে, শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বেই তাদের পাওনা পরিশোধ করতে। তিনি ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠায় উপস্থিত নির্মাণ শিল্পীদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন সংগঠনের ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান। একই সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ ও ক্রীড়া ব্যক্তিত্ব সাকলাইন মোস্তাকের সঞ্চালনায় এতে শপথ বাক্য পাঠ করান সংগঠনটির কক্সবাজার জেলা শাখার সভাপতি আবু তাহের। বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার বদিউল আলম, ইঞ্জিনিয়ার সাহাব উদ্দিন, নির্মাণ শ্রমিকের জেলা কার্যকরী সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোঃ নিজাম উদ্দিন। আমন্ত্রিতদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী আব্দুল মোনাফ সওদাগর, এনজিএস সিমেন্টের সিনিয়র মার্কেটিং অফিসার জসিম উদ্দিন, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম। জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শম্ভু চন্দ্র সরকার, মোহাম্মদ সেলিম, রমজান আলী, আবুল কালাম, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস গাজী প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাইতুর রহমান জামে মসজিদের ইমাম মাওলানা মনজুর আলম। অনুষ্ঠানে ক্রাউন সিমেন্টের কক্সবাজার ইনচার্জ দেলোয়ার হোসেন তাদের সিমেন্ট ব্যবহার করলে নির্মাণ শিল্পীদের নানান সুযোগ- সুবিধার ব্যবস্থা রয়েছে বলে উল্লেখ করেন। সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত এ সংগঠনের সদস্যরা দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে বা আহত হলে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পাবেন বলে জানান। নির্মাণ শ্রমিকদের ৩৬ সদস্য বিশিষ্ট নতুন এ কার্যকরী কমিটির মেয়াদকাল হবে দুই বছর। আপ্যায়ন পর্বে অংশ নেন ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে নির্মাণ শিল্পী, তাদের সহযোগী ও গণ্যমান্য সহ বিভিন্ন শ্রেণীর পেশার ৪ শতাধিক ব্যক্তিবর্গ অংশ নেন।
Leave a Reply