হরিরামপুর , মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে সামাজিক সংগঠন সম্মিলিত প্রয়াসের আয়োজনে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই শ্লোগান কে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচি ২০২৪ শুরু হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গালা ইউনিয়নের ঝিটকা নওহাটা ও পোদ্দার বাড়ি এলাকার রাস্তার দুই ধারে ও বিভিন্ন পতিত জমিতে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, মানিকগঞ্জ লিছ রিজিওনের সহযোগিতায় সামাজিক সংগঠন “সম্মিলিত প্রয়াস” এর আয়োজনে শুক্রবার ১২জুলাই থেকে সোমবার ৩১ জুলাই পর্যন্ত মাসব্যাপী চলবে এই বৃক্ষ রোপণ কর্মসূচি।
সম্মিলিত প্রয়াসের সভাপতি ইলিয়াস মোর্শেদ টিপুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন তমাল শিকদার, শামীম মোল্লা, সাইফুল ইসলাম, রবিউল হক জনি, আসাদুজ্জামান, শুভংকর পোদ্দার, কাঞ্চন খান, জনি মোল্লা, অপু সাহা, তপু আহমেদ, নাজমুল ইসলাম রাজিব প্রমুখ।
সংগঠনের সভাপতি ইলিয়াস মোর্শেদ টিপু জানান, আমরা প্রতিবছরের ন্যায় এবারও, পরিবেশ ও জলবায়ু রক্ষার্থে তিন হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করেছি। যার ধারাবাহিকতায় আজ থেকে ৩১ জুলাই পর্যন্ত মাসব্যাপী চলবে আমাদের এই কার্যক্রম।
Leave a Reply