,

এবার আইনি লড়াইয়ে রাজাপালং ইউপি উপ নির্বাচনে ভাইকে ফেরালেন আরেক চাচাতো ভাই

এম এ সাত্তার আজাদ

উখিয়ার রাজাপালং ইউনিয়নের উপ নির্বাচন ঘিরে যেনো চলছে চাচাতো ভাইদের দ্বৈরথ। এবার এক প্রার্থীকে আইনি লড়াইয়ে নির্বাচনে ফিরিয়ে এনেছেন আরেক চাচাতো ভাই।

এই নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী উখিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবির চৌধুরী’র মনোনয়ন জেলা নির্বাচন কার্যালয় বাতিল করলেও বৃহস্পতিবার (১১ জুলাই) এক আদেশের মাধ্যমে তার প্রার্থীতা পুর্নবহাল করেছে হাইকোর্ট।

হাইকোর্টে হুমায়ুনের পক্ষে আইনজীবী ছিলেন বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ আহমেদ চৌধুরী’র পুত্র ব্যারিস্টার মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, সম্পর্কে যারা আপন চাচাতো ভাই।

এর আগে প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী’র ভাতিজা সাদমান জামী চৌধুরী অভিযোগ তুলেন হুমায়ুন সরকারি চাকরিতে কর্মরত।

তার করা আপিল আমলে নিয়ে মঙ্গলবার (৯ জুলাই) দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয় কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ে , যেখানে পূর্বের বৈধতার সিদ্ধান্ত পরিবর্তন করে জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুনের প্রার্থীতা বাতিল করেন।

ঐ সময় জামীর পক্ষে আইনজীবীর ভূমিকায় দেখা যায় তার চাচাতো ভাই উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর পুত্র সাফফাত ফারদিন চৌধুরী’কে।

অন্যদিকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই চাচাতো ভাই ঘোড়া প্রতীকের মকবুল হোসাইন মিথুন ও মোটর সাইকেল প্রতীকের প্রার্থী ফরিদুল আলম।আপিল শুনানিতে মিথুনের বিরুদ্ধে ফরিদ অভিযোগ তুললে তা খারিজ করে দেন জেলা নির্বাচন কর্মকর্তা।

চাচাতো ভাই তথা রক্তের আত্মীয়তা সর্ম্পকে ঘেরা এই ঘটনাগুলো জন্ম দিয়েছে আলোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category