এম এ সাত্তার আজাদ সীমান্ত প্রতিনিধি
উখিয়া উপজেলা প্রসাশনের নাকের ডগায় অবস্থিত উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ অর্থাৎ উপজেলা মেইন গেইটের পশ্চিম পাশ্বে মিনি স্টেডিয়াম নামে পরিচিতি। কিন্তু সন্ধ্যা নামলেই এখানে বসে মা-দ-ক এবং জুয়ার আসর।সুত্র মতে অনেকে বলেছেন উখিয়ার অনেক আলালের ঘরের দুলাল এবং উচ্ছ বেতনের কিছু এনজিও কর্মীরা মিলে গভীর রাত পর্যন্ত নেশার আড্ডায় মেতে থাকে ।এই সব কিছু দেখার পর ও কোন আইনি ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রত্যাক্ষ্যদর্ষি অনেকে।
সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে মা-দ-ক সেবীদের মধ্যে অধিকাংশই স্কুল-কলেজ পড়ুয়া কিশোর। ছুটির দিনগুলোতে এনজিও তে কর্মরত নারী-পুরুষদের মধ্যে চলে অবাধ মেলামেশা। প্রসাশনের নাকের ডগায় এসব অসামাজিক কার্যকলাপ চললেও দেখার বা বলার কেউ নেই।অপরাধীরা প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ দেখেও কাউকে কিছু বলতে পারছে না।
স্থানীয় সচেতন মহল দাবী করেছেন উপজেলা প্রশাসন,উপজেলা আইনশৃঙ্খলা বাহিনী, স্কুল মার্ঠ কতৃপক্ষ সহ সকল স্থরের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গদের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জুর দাবী জানা যাচ্ছে সুশীর সমাজ।
Leave a Reply