ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
এ উপলক্ষে আজ রবিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল সাড়ে সাতটায় শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রীঅঙ্গন থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করেন। এটি শহরে ব্রাহ্মণকান্দা শ্রী অঙ্গন প্রদক্ষিণ শেষে সূচনাস্থানে ফিরে আসে।
এরপর সকাল আটটার দিকে চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরের উদ্যোগে একটি রথ শহর প্রদক্ষিণ করে শ্রীধাম শ্রী অঙ্গনে এসে শেষ হয়। এছাড়া বেলা ১১ টায় গৌড় গোপাল আঙিনার উদ্যোগে অপর একটা রথ শহর প্রদক্ষিণ করে। বিকেলে শোভারামপুরে অবস্থিত আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের উদ্যোগে আলোচনা সভা ও রথের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইসকনের অধ্যক্ষ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস ঝর্না হাসান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি এবং পৌর মেয়র অমিতাভ বোস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন ফরিদপুরে ইসকনের প্রচারের মধ্য দিয়ে রথযাত্রা জনপ্রিয় হয়ে উঠেছে। সারা বিশ্বেই রথযাত্রা আনন্দ উৎসবের মধ্যে পালন করা হয়। বক্তারা বলেন আগে রথ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হতো। ধর্ম যার যার উৎসব সবার। আমরা আপনাদের উৎসবে অংশগ্রহণ করি, আপনাদের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। আপনাদের যেকোন সমস্যায় বাংলাদেশ আওয়ামী লীগ পাশে থাকবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ইসকন মন্দির ২ লক্ষ টাকার আর্থিক অনুদান ঘোষণা করেন। পরে প্রস্তাবিত মন্দিরের চিত্র ভক্তদের সামনে তুলে ধরেন ।
অনুষ্ঠান পরিচালনা করেন উৎপল কর্মকার। এরপর রথ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সূচনা স্থানে ফিরে আসে। এদিকে রথ উপলক্ষে ইসকনের উদ্যোগে নয় দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Leave a Reply