,

ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের শরবত বিতরণ 

সুদর্শন চক্রবর্ত্তী, ফরিদপুর:

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনে রবিবার সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর সদর উপজেলা কর্তৃক ভক্তবৃন্দদের মাঝে শরবত বিতারণ কর্মসূচি পালন করা হয়েছে।

উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর সদর উপজেলা শাখার সভাপতি তন্ময় মজুমদার এবং সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক অন্তু আচার্য্য।

উদ্বোধন করেন শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক নিকুঞ্জবন্ধু ব্রহ্মচারী এবং উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রীঅঙ্গনের সদস্য রুদ্রবন্ধু ব্রহ্মচারী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলার সাবেক সভাপতি ও বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রার্থপ্রতিম বিশ্বাস (অমিত), ফরিদপুর জেলা হিন্দু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহা, যুগ্ম সম্পাদক উদয় সরকার, ফরিদপুর শহর হিন্দু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শুভঙ্কর বনিক, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক রাজ নারায়ণ চক্রবর্তী, সহ-সাংগঠনিক জয়হরী সরকার, সৌভিক সাহা, শুভ দাস প্রমুখ।

এ সময় কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রার্থপ্রতিম বিশ্বাস (অমিত) তার বক্তব্যে বলেন, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ অতীতের ন্যায় সকল সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category