কামাল উদ্দিন জয় উখিয়া
দুর্যোগ বিষয়ক স্হায়ী আদেশাবলী ২০১৯ আলোকে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্হা কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রত্নাপালং পুরাতন ইউনিয়ন পরিষদে, আয়োজনে রেডক্রিসেন্ট সোসাইটি ,
পপুলেশন মূভমেন্ট অপারেশন কক্সবাজার, সহযোগীতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্হা কমিটি উখিয়া IFRC, উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন ইউপি সদস্য
নেজাম উদ্দিন দুলাল রত্নাপালং ৮ নং ওয়ার্ড ,
উপদেষ্টা হিসেবে ছিলেন রাজিয়া বেগম রত্নাপালং ইউনিয়ন, ৭,৮,৯,নং ওয়ার্ডের মহিলা মেম্বার,
উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির কর্তব্য রত ডি আর আর আল মুবিন,ডি আর আর অফিসার সাদিয়া, আরো উপস্থিত ছিলেন জিয়াউল হাসান, ইকবাল বাহার, মাষ্টার রাশেদ সহ উক্ত কমিটির সদস্য বৃন্দ, বক্তারা বলেন রেডক্রিসেন্ট সোসাইটির যে স্বেচ্ছাসেবা মনোভাবে যে কোন দুর্যোগ মোকাবেলায় গণসচেতনতামূলক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,
Leave a Reply