,

নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ

সর্ব আধুনিক উপজেলা পরিষদ গড়তে চান নবনির্বাচিত চেয়ারম্যান কাজী শাহ্ জামান বাবুল

প্রসেনজিৎ বিশ্বাস নগরকান্দা ফরিদপুর

নগরকান্দা উপজেলা পরিষদের ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান পদে  কাজী শাহ্ জামান বাবুল, ভাইস চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানা পারভীন (মনি) বিজয়ী হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এর অফিস  কক্ষে নবনির্বাচিত  নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শাহ্ জামান বাবুল, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানা পারভীন মনি দায়িত্ব গ্রহণ করেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কে বরণ করে নেয়। এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসাবে কাজী শাহ্ জামান বাবুল উপজেলা পরিষদ  প্রথম সাধারণ সভার সভাপতিত্ব পালন  করেন।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির, নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুম বিল্লাহ্, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা প্রশাসনের সকল দপ্তর প্রধানগন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন,ইউপি চেয়ারম্যানগন,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দায়িত্ব গ্রহণ শেষে তার কার্যালয়ে বসেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপস্থিত সকলের সামনে তিনি বলেন নগরকান্দা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো। বিজয়ী ভাইস চেয়ারম্যানরা সহমত পোষান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category