আশুলিয়া প্রতিনিধি
শিল্পাঞ্চল আশুলিয়ার দক্ষিণ বাইপাইলে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
সোমবার রাত ১২টার দিকে দক্ষিণ বাইপাইলের হরমুজ আলীর(৬০) ছেলে, জাতীয় শ্রমিক লীগ নেতা সোহাগ মুন্সি (৩৫)সহ আরো দুইজন দুর্ধর্ষ এই হামলার শিকার হন।
হামলার শিকার সোহাগসহ বাকিরা হলেন, ধামরাইয়ের মোহাম্মদ নাসির উদ্দীনের ছেলে সাগর (২৫) ও দক্ষিণ বাইপাইলের ইদ্রিস(৫৫)।
হরমুজ আলী বলেন, রাত আনুমানিক ১২টার দিকে পরপর দুইটা পরে আরো একটা গুলি আর পরে একটা বিকট শব্দ শুনে আমি বাসা থেকে এসে দেখি প্রায় ২০/৫০ জনের মতো প্রত্যেকের হাতে লম্বা লম্বা রামদা নিয়ে আমার ছেলে সোহাগের ব্যবসায়িক অফিসের ভিতর আমার ছেলে সোহাগ, সাগর ইদ্রিসকে এলোপাতাড়ি কোপাচ্ছে।
পরে স্হানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর অবস্হায় সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জেরধরে এমন ঘটনা ঘটাতে পারে। কে বা কারা ঘটাতে পারে, এমন প্রশ্নের জবাবে, নিশ্চুপ ছিলেন হরমুজ আলী। হরমুজ আলী আরও জানান, আহতদের অবস্হা ভালো নয়। তাদের অবস্থা কি হয় দেখে, আমরা অভিযোগ দায়ের করবো।
আশুলিয়া থানা পুলিশের ওসি অপারেশন্স নির্মল দাস বলেন, রাতের সাড়ে ১২টার দিকে খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্হল পরিদর্শন করি। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply