মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
ঈদগাঁও। কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার আওতাধীন ওয়ার্ড /ইউনিয়ন সমূহে কোন রোহিঙ্গা জনগোষ্ঠি যাতে ভোটার হতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ঈদগাঁও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ূন কবীর।
রোহিঙ্গা জনগোষ্ঠির বিষয়ে ২৭ ই জানুয়ারি সকাল ১১ ঘটিকায় নির্বাচন অফিসারের সাথে সৌজন্যে সাক্ষাত কালে তিনি এ বিষয়ে প্রতিটি ওয়ার্ড/ ইউনিয়নে ভোটার হালনাগাদের দায়িত্বরত সুপারভাইজার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ মেম্বার সহ সকলের কাছে এমন বার্তা পৌঁছাতে চাচ্ছেন বলে জানান। তিনি আরো জানান, এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার এবং গোয়েন্দা সংস্থার লোকজন প্রতিনিয়ত খোঁজ- খবর নিচ্ছেন।
যদি রোহিঙ্গা জনগোষ্ঠিকে কেউ ভোটার করতে সহযোগিতা করে এবং এ বিষয়ে যদি উপযুক্ত প্রমাণ পাওয়া যায় তাহলে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি এ বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন।
রোহিঙ্গা জনগোষ্ঠির যেদিকে বসবাস ঈদগাঁও নির্বাচন অফিস কর্তৃক সেদিকের সুপারভাইজারগণের প্রতি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সরকার চায় কোন রোহিঙ্গা জনগোষ্ঠি যাতে ভোটার হতে না পারে। সেবিষয়ে সবাইকে সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন তিনি।
Leave a Reply