,

ঈদগাঁও স্কুল বিভাগ শিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈদগাঁও স্কুল বিভাগের উদ্যোগে শুক্রবার আয়োজন করা হয় “কৃতি শিক্ষার্থী ও সিঙ্গেল ডিজিট সংবর্ধনা”।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন ছাত্রনেতা রহীম উল্লাহ, অফিস সম্পাদক, কক্সবাজার জেলা ছাত্রশিবির।

বিশেষ অতিথি ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন ও সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল।

আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রনেতা মুহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা ছাত্রনেতা শাহেদ মোস্তফা, এডভোকেট শেখ আহমেদ ফারুকী, শিক্ষক হাবিবুল্লাহ খালেদ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন ঈদগাঁও স্কুল বিভাগের সভাপতি তৌহিদুল ইসলাম। সঞ্চালনা করেন ঈদগাঁও স্কুল বিভাগের সেক্রেটারি সাঈদ আনোয়ার। বক্তারা বলেন, ছাত্রশিবির বরাবরই মেধাবী শিক্ষার্থীদের পাশে রয়েছে। তাদের মর্যাদা উচ্চকিত রাখতে নিরলস ভাবে কাজ করছে এ সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category