মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলার ইউনিয়নের ভাওরকোট পশ্চিম পাড়ায় এই উম্মুক্ত আলোচনা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। জয়াগ ইউনিয়নের ১,২, ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সংসদ নির্বাচনে প্রার্থী মামুনুর রশিদ মামুন। জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়াগ ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি সামছুল আলম স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট তুহিন চৌধুরী। সভায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা নিয়ে সর্বস্তরের জনগণের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়। এসময় অসহায় দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply