,

নির্দেশনা মানছে না রোহিঙ্গা ক্যাম্পের অধিকাংশ এনজিও- সমন্বয় সভায় ব্যবস্থা নেয়ার হুশিয়ারি

 

মফস্বল সম্পাদক কামাল উদ্দিন

কক্সবাজারের উখিয়ায় স্থানীয় জনগোষ্ঠী ও আশ্রিত রোহিঙ্গাদের জন্য দেড়শতাধিক দেশী-বিদেশী এনজিও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলা প্রশাসন আয়োজিত কর্মরত এনজিওসমূহের সমন্বয় সভায় মাত্র ৩০ থেকে ৩৫টি এনজিওর প্রতিনিধি অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী।

এনজিও প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, ” আপনাদেরকে সুন্দর কর্মপরিবেশ দেওয়া আমাদের দায়িত্ব। একই সাথে প্রশাসনিক নির্দেশনা মেনেই আপনাদের প্রকল্প পরিচালনা করতে হবে।”

যেসব এনজিও সরকারি নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

রোহিঙ্গারা উখিয়া-টেকনাফে আশ্রিত সে অনুযায়ী শুধুমাত্র এই দুই উপজেলার মানুষই হোস্ট কমিউনিটি, বক্তব্যে এই কমিউনিটির জন্য বরাদ্দ ২৫ শতাংশ সকল এনজিওকে নিশ্চিত করার দাবী জানান উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী।

সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের চাকরিতে স্থানীয় মেধাবী যুবকদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।

সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিওগুলোর প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category