আব্দুল্লাহ আল মামুন যশোর
প্রচন্ড শীতে থুবু থুবু ছিন্নমূল মানুষেরা,কেউ আগুন জ্বালিয়ে বা জীর্ণ শীর্ণ কাপড় জড়িয়ে শীতের প্রকোপ হতে রক্ষার চেষ্টা করছে।এ ছাড়া কোন অবলম্বন নাই অসহায় এ সমস্ত মানুষেদের। গত ৫ই জানুয়ারী রাত প্রায় ১১টার দিকে হঠাৎ এ সমস্ত অসহায় মানুষের মাঝে বাংলাদেশ দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের শীতার্থ ও অসহায়দের জন্য দেওয়া শীতবস্ত্র(কম্বল) নিয়ে হাজির মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। উল্লেখ্য,বেশ কয়েকদিন মণিরামপুরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার গরীব অসহায়,ছিন্নমূল মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।তারই ব্যাবস্থা হিসাবে কয়েকজন শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরন করে দূর্বিসহ শীত লাঘবের চেষ্টা স্বরূপ এ বছর প্রথম শীতবস্ত্র বিতরণ করে উপজেলা প্রশাসন। দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের দেয়া এ কম্বল পেয়ে আনন্দ ও খুশি প্রকাশ করেছে বেশিরভাগ দুস্থ্য অসহায় ব্যাক্তিরা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান,দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের দেওয়া এ বছর প্রথম শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছি।যদি প্রয়োজন পড়ে আমরা আরও এলাকা মার্ক করে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করব। কম্বল বিতরনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম শোভন প্রমূখ। কম্বল বিতরনে যারা পেয়েছে তারা ছাড়াও উচ্ছাস প্রকাশ করেছেন স্থানীয়রা।পাশাপাশি মধ্য রাতে উপজেলা নির্বাহী অফিসারের এমন হঠাৎ কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন ।
Leave a Reply