,

সালথায় কৃষক লীগের উদ্যোগে কৃষিবিদ এমপি লাবু চৌধুরীর জন্মদিন পালন

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় সাবেক সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ফরিদপুর-২ আসনের বার বার নির্বাচিত (এমপি) কৃষিবিদ জননেতা শাহদাব আকবর লাবু চৌধুরীর ৬৩ তম জন্মদিন পালন করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বিকেলে সালথা উপজেলা বাংলাদেশ কৃষক লীগের আয়োজনে সাংবাদিকদের অফিস কক্ষে কেক কেটে এই জন্মদিন পালন করা হয়। এর আগে উপজেলা পরিষদের চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদের সামনে বৃক্ষ রোপণ করেন কৃষক লীগের নেতাকর্মীরা।

সালথা উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সেলিম মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক খন্দকার হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিব মাতুব্বর, সদস্য বাদশা মাতুব্বর, ইসরাফিল, গট্টি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সেকেন মাতুব্বর, রমাকান্তপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হারুন ফকির, সাধারণ সম্পাদক লুৎফর মোল্লা, ভাওয়াল ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা, রামকান্তপুর ইউনিয়নের ওয়ার্ড কমিটির সভাপতি খলিল মাতুব্বর, টিটুল মিয়া, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category