ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
সৌদি আরবসহ মধ্যপাচ্যের দেশ সমূহের সঙ্গে মিল রেখে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রোববার (১৬ জুন) সকাল ৯টায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১নং ছনধরা ইউনিয়নের হাটপাগলা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ ঊল আযহার জামাত আদায় করেন ।
প্রতিবছরই সৌদি আরবের সাথে মিল রেখে ফুলপুরের হাটপাগলা গ্রামে ঈদের জামাত আদায় করেন মুসলমানদের একটা অংশ।
এ বিষয়ে হাটপাগলা গ্রামের মোস্তাকিম বিল্লাহ বলেন, আমরা একত্র হয়ে দীর্ঘ বছর ধরে হাটপাগলা সহ পার্শ্ববর্তী এলাকার মুসলমানদের একটা অংশ পশ্চিমপাড়া জামে মসজিদের মাঠে ঈদের জামাত নামাজ আদায় করা হয় সৌদি আরবের সাথে মিল রেখে।
এবিষয়ে ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহাবুবুর রহমান বলেন ঈদুল ফিতর ও ঈদুল আজহা এসব গ্রামে একদিন আগে হয়ে আসছে। ঈদের জামাতসহ সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply