রেজাউল করিম ঈদগাঁও কক্সবাজার
গঠিত হলো কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি।
বৈষম্যবিরোধী ছাত্র- জনতার অ্যান্দোলনের নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠন কাজে গঠিত জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ১০৪ জনের সমন্বয়ে প্রতিনিধি কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ও কক্সবাজারের সন্তান এ, এম, এম সুজাউদ্দীনের সুপারিশ ক্রমে কেন্দ্রীয় শীর্ষ দুই নেতা এ অনুমোদন দেন। কমিটির অনুমোদন কপিতে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন। ২৬ নভেম্বর স্বাক্ষরকৃত কপিগুলো আজ বুধবার প্রকাশ করা হয়েছে সংগঠনের তরফে।
এতে তারেকুর রহমান, মোবারক হোসেন সাঈদ, ইঞ্জিনিয়ার সাইমন ফয়েজ শাওন, মাহাথির আনাস, আইরিন আক্তার প্রমুখ রয়েছেন।
এর কিছুদিন আগে ঈদগাঁওতে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে এ সংক্রান্ত এক মতবিনিময় সভার আয়োজন করেছিল সংগঠনটির জেলা কমিটি।
Leave a Reply