,

ফরিদপুরে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(১ নভেম্বর) রাতে উপজেলার ধলাইরচর চৌরাস্তা বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ নিউটন মিয়া, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবু ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আহমেদ সিকদার।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ্যাড. হেমায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেন, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. আকতার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ্ আল মিলন ও পৌর যুবদলের সদস্য সচিব মনির হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category