কামাল উদ্দিন উখিয়া
জাল সার্টিফিকেটে চাকরি,শিরোনামে গত ২৮ অক্টোবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন, উখিয়া হাসপাতালের উপ সহকারী ডাক্তার মোঃসোলাইমান।
লিখিত এক বিবৃতির মাধ্যমে তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, প্রচারিত দৈনিক আজকের দেশ বিদেশের পত্রিকার নিউজে ,জাল সার্টিফিকেটে চাকরি,শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। সংবাদটি আমাকে উল্লেখ করে প্রচার করে, যা আমার দৃষ্টিগোচর হয়। আমি একজন উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামধন্য উপ-সহকারী ডাক্তার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আচ্ছি। অতএব
প্রকাশিত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও মনগড়া সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছাপানো হয়েছে, যা একটি কুচক্রী মহল আমাকে ও আমার চিকিৎসক মহলের এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রয়াসমাত্র। আমিসহ হাসপাতালে চিকিৎসক বৃন্দ প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উক্ত নিউজের প্রতিবাদ ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার প্রশাসক সহ সকলের প্রতি অনুরোধ করেছেন।
Leave a Reply