কামাল উদ্দিন, উপজেলা প্রতিনিধি উখিয়া।
কক্সবাজারের ইনানী সৈকতে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি মাছ ধরার ট্রলার নিখোঁজের ঘটনায় আরও এক জেলেসহ দুইজনের মরদেহ ভেসে এসেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ইনানী মোহাম্মদ শফির বিল সৈকত এলাকায় মরদেহ দুটি পাওয়া যায়।
মৃতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মোহাম্মদ আব্দুল করিম (৩৫)। তবে অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ইনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল করিম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
একজনের মরদেহ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ‘এফবি আব্দুল ছামাদ সাহা’ ট্রলারের নিখোঁজ এক জেলের হলেও অন্য মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা প্রথমে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ডুবে যাওয়া ট্রলারটির মালিক আবুল বশর জানান, ট্রলারটিতে ১১ জন জেলে ছিলেন। এর মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও আব্দুল করিমসহ দুইজন নিখোঁজ ছিলেন। আজ দুপুরে আব্দুল করিমের মরদেহ ভেসে আসার খবরে আমরা নিশ্চিত হই যে তারা আর বেঁচে নেই।
উল্লেখ্য, শুক্রবার ইনানী পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ‘এফবি আব্দুল ছামাদ সাহা’ ট্রলারটি ডুবে যায়।
Leave a Reply