,

সাভারে পালিত হলো আন্তজার্তিক গ্রামীণ নারী দিবস ২০২৪

নিজেস্ব প্রতিবেদক

“দুর্যোগে নারীর সুরক্ষায় দরকার সচেতনতা সৃষ্টি এবং সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে পালিত হলো আন্তজার্তিক গ্রামীণ নারী দিবস ২০২৪। জনউদ্যোগ, আইইডি, এএসডিবি, শীল্ড ও এইচডিডি,কারিতাস উদ্যম প্রকল্প ’র যৌথ উদ্যোগে ১৬ অক্টোবর ২০২৪ সাভারের আড়াপাড়া জমিদার বাড়ীর মাঠে উন্নয়নে গ্রামীণ নারীর ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাভার জনউদ্যোগ এর সদস্যসচিব ও এইচডিডি’র প্রধান নির্বাহী সীমান্ত সিরাজ এর সঞ্চালনায় এএসডিবির সাধারণ সম্পাদক সঞ্চিতা তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন সাভার উপজেলা সমাজসেবা অফিসার কে.এম.শহীদুজ্জামান, সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ডারফিন আক্তার,জনউদ্যোগ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ তারিক হোসেন,শীল্ড এর নির্বাহী পরিচালক মাহবুব আলম ফিরোজ, বিসিএইচআরডি’র পরিচালক ববিতা কর্মকার ,ওয়াইডব্লিউসিএ’র সুবর্না বিশ্বাস প্রমুখ।

বক্তারা অর্থনীতিতে গ্রামীণ নারীর অবদান ও তাদের কাজের স্বীকৃতি প্রদানসহ যেকোন ধরনের অপরাধ কিংবা দুর্যোগে কোন নারী যেন অবহেলা বা লাঞ্চনার শীকার না হয় সে বিয়য়ে নারীসহ সকলকে সর্তক থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানে গ্রামীণ নারীর উন্নয়নে অবদান রাখায় নাজমা বেগম,শাহানাজ আক্তার,চিত্রা সাহা,আফরোজা আক্তার ও সায়মা আক্তার পাম্মী সহ ৫ জনকে সম্মাননা স্মারক ও পুরুষ্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category