,

ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আটক

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। ৮ অক্টোবর ঈদগাঁও উপজেলা প্রশাসনের সামনের সড়ক থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আটক অভিযানে উপস্থিত ছিলেন এস,আই আরকানুল ইসলামসহ অন্যরা।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মচিউর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজার সদর মডেল থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে। আটক আব্দুর রাজ্জাক ঈদগাঁও উপজেলার অপসারিত চেয়ারম্যান মোঃ আবু তালেবের ঘনিষ্ঠজন ছিলেন।

 

২/
ঈদগাঁওতে আইএফআইসি ব্যাংকের ৪৮ তম বর্ষপূর্তি উদযাপন

মোঃ রেজাউল করিম,
ঈদগাঁও, কক্সবাজার।

ঈদগাঁওতে ‘নিশ্চিত আগামীর নির্ভরতায়’ আই এফ আই সি ব্যাংকের ৪৮ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ব্যাংকটির ঈদগাহ বাজার উপ- শাখার উদ্যোগে ৮ অক্টোবর বিকেলে এ উপলক্ষে দোয়া মাহফিল, মোনাজাত ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঈদগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা, কর্মজীবী ও জনসাধারণ।
বর্ষপূর্তি অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ জাগির পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা ছৈয়দ নুর হেলালী।
বক্তব্য রাখেন আই এফ আই সি ব্যাংক ঈদগাঁও উপ-শাখার অফিসার ইনচার্জ মো: আবু তায়েব, অফিসার সাজিদ হাসান তানভীর ও রিলেশনশীপ অফিসার মো: ওবাইদুল্লাহ। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার হাবিব উল্লাহ, প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, মাস্টার জসীম উদ্দীন, গুরা মিয়া, মনির আহমদ, মোবারক আহমদ প্রমুখ।
“সেবায়, সাফল্যে, আস্থায়” পরিচালিত এ ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা সহ সাধারণ ব্যাংকিং সেবা সমূহ পাওয়া যায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category