,

কক্সবাজার বেতারে গানের অডিশনে ৩৪ জন উত্তীর্ণ

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের উদ্যোগে সঙ্গীত অডিশনে উত্তীর্ণদের মধ্যে সনদ পত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার বেতার ভবনের সভাকক্ষে ৩ অক্টোবর বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবির, উপ-আঞ্চলিক পরিচালক এ,এস,এম নাজমুল হাছান, সহকারী পরিচালক মুনতাসির মুয়ীজ চৌধুরী। এছাড়াও ছিলেন আঞ্চলিক প্রকৌশলী এ,টি,এম মেহেদি কামাল এবং সহকারী বার্তা নিয়ন্ত্রক শামিমা নাসরিন শমী।
কক্সবাজার বেতারে ২০ ও ২১ সেপ্টেম্বর সঙ্গীত অডিশনের (ARLC) আয়োজন করা হয়। আধুনিক গান, আঞ্চলিক গান ও পল্লিগীতি বিষয়ের উপর এ অডিশন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে জেলার ৫ উপজেলা (কক্সবাজার সদর, রামু, মহেশখালি, পেকুয়া ও উখিয়া) থেকে রেডিও লিসেনারস ক্লাবের ১৩৪ জন কিশোর-কিশোরীর আবেদন ফরম জমা দেয়। তার মধ্যে ১১৮ জন প্রতিযোগী অডিশনে অংশ নেন। অডিশন কার্যক্রমে বিশিষ্ট বিচারক মণ্ডলী প্রতিযোগীদের দক্ষতা যাচাই করেন। এসব প্রতিযোগীদের মধ্য থেকে ৩৪ জন বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category