,

এবার ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন হিসেবে অস্কারের মঞ্চে ইমনের গান

পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। লোকগান, রবীন্দ্রসংগীত থেকে শুরু করে আধুনিক গানসহ সব ধরনের গানেই পারদর্শী তিনি। বিশেষ করে ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি দিয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। এবার ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন হিসেবে অস্কারের মঞ্চে ইমনের গান।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ২০২৫ সালের মার্চে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড। এই মুহূর্তে যাচাই-বাছাই চলছে। সারাবিশ্ব থেকে বেছে নেওয়া হয়েছে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসংগীত। সেই তালিকায় রয়েছে গায়িকা ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ নামের একটি গান। যা শোনা গিয়েছিল নির্মাতা ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ চলচ্চিত্রে।

এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা।

অস্কারের তালিকায় নিজের গান, খবরটি পেয়েই প্রথম সে কথা ইমন প্রথম জানিয়েছেন ‘সারেগামাপা’র সেটের বন্ধু, সহ-বিচারকদের। তারপর তিনি তা জানালেন স্বামী নীলাঞ্জনকে।

ক্যারিয়ারে ইতিমধ্যে সাফল্য ও পুরস্কার ঘরে তুলেছেন ইমন। তবে কি এবার অস্কারের পালা? এ প্রশ্নের জবাবে গায়িকা বলেন, ‘না না, এত প্রত্যাশা আমি রাখি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category