,

রোহিঙ্গা ক্যাম্পে দুইজন নিহত

কামাল উদ্দিন, উপজেলা প্রতিনিধি উখিয়া।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের নাম-ঠিকানা জানা যায়নি।

ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতদের একজন হলেন উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের বাসিন্দা নুরুল বশর (৫৫)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং লাল পাহাড়ে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

১৪ এপিবিএন অধিনায়ক (ডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন, লাল পাহাড় এলাকায় একটি লাশ পাওয়া গেছে। এখনো পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারেনি। বর্তমানে ক্যাম্পে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category