কাইরুল ইসলাম মামুন আলমডাঙ্গা
আলমডাঙ্গায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ভাসমান অবস্থায় আবুল কালাম (৫৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার ডাউকি ইউনিয়নের সাতকপাট এলাকার জিকে খাল থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
মৃত ওই বৃদ্ধের নাম আবুল কালাম (৫৮)। তিনি পৌর এলাকার কাঁচাবাজার পাড়ার প্রয়াত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এক নারীকে বাঁচাতে জিকে খালের পানিতে বৃদ্ধ আবুল কালাম ঝাঁপ দেন। তিনি উপস্থিত মানুষের সহযোগীতায় ওই নারীকে উদ্ধার করেন। তবে খালের পানির স্রোতে তিনি ভেসে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। ওই দিন রাতেই খুলনা ফায়ার সার্ভিসের ৬ সদস্য অভিজ্ঞ ডুবুরি দল নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধারে টানা ২৪ ঘন্টা অভিযান চালায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। লাশ উদ্ধার করে গতকাল এগারোটার দিকে জানাযা শেষে দারুস সালাম গোরস্থানে দাফন করা হয়েছে।
Leave a Reply