,

রোহিঙ্গা ক্যাম্পে ২ জন ভুয়া সেনাবাহিনী আটক

 

প্রতিনিধি উখিয়া

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভূয়া সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়দানকারী ২ জনকে আটক করেছে এপিবিএন পুলিশ।

গতকাল (বৃহস্পতিবার) ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদেরকে আটক করা হয়। এপিবিএনের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে তিনি জানান আটকৃত হলো উখিয়ার রাজা পালং ইউনিয়নের ওয়ালা পালং গ্রামের আলী চানের পুত্র তৈয়বুর রহমান (২৫) ও রত্না পালং ইউনিয়নের হিজুলিয়া গ্রামের শামশুল আলমের পুত্র নুরুল আমিন (৩০)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এপিবিএন জানান, তারা দুইজন বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে হেলথ কেয়ার সেন্টার আমান হাসপাতালের কর্মরত মো: ইয়াসিন আরাফাত নামের একজন এনজিও কর্মীকে জোরপূর্বকভাবে অপহরণের চেষ্টা করে।

শোর চিৎকারে এনজিও অফিসের সহকর্মীরা এগিয়ে আসে তাদেরকে আটক করে পুলিশকে খবর দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category