,

হাসিনা ক্ষমতায় এসে সারাদেশে গডফাদার তৈরি করেছিল-মামুনুর রশিদ মামুন

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

হাসিনা ক্ষমতায় এসে সারাদেশে গডফাদার তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর চাটখিলে ১ ও ২ নম্বর ওয়ার্ড পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উন্মুক্ত আলোচনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, ‘হাসিনা ক্ষমতায় এসে লক্ষ্মীপুরে মুজিববাদী তাহের, ফেনীতে জয়নাল হাজারী, ঢাকার তেজগাঁওয়ে ইকবাল এবং মোহাম্মদপুরে হাজী মকবুলসহ সারাদেশে গডফাদার তৈরি করেছিল।দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল থেকে বের হওয়ার পর থেকে রাজনৈতিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারেননি।

কারণ ফ্যাসিস্ট হাসিনা বেগম জিয়ার শরীরে ওষুধের পরিবর্তে বিষ (স্লো পয়জন) প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করেছিল। মহান আল্লাহ তায়ালার রহমতে ও আপনাদের দোয়ায় আজকে হাসিনা বাংলাদেশে থাকতে পারে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সসম্মানে জীবিত আছেন।

তিনি আরো বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো রাজনৈতিক নেতা ছিলেন না। তিনি  বাঙালি মেজরদের মধ্যেই একজন ছিলেন। তিনি বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের মানুষের জন্য বিদ্রোহ করে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদেরকে বাংলাদেশ নামক রাষ্ট্রটি উপহার দিয়েছিলেন। ক্ষমতায় বসে আওয়ামী লীগ রাষ্ট্রকে তছনছ করেছে।

সেজন্য রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুরনবীর সভাপতিত্বে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তির জন্য উন্মুক্ত আলোচনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা সেলিম, পৌরসভা বিএনপির সদস্য বেলায়েত হোসেন বেলাল, চাটখিল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক।

ছাত্রদল নেতা অশ্রু বিন্দু পাটোয়ারীর ও আজাদ পলোয়ান সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা বেলায়েত হোসেন শামীম, বেলায়েত হোসেন দিপু, ছাত্রদল নেতা জাহাঙ্গীর খান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আর শাকিল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category