মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলার বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক ভিপি পেয়ার আহমেদের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পেয়ার স্মৃতি সংসদের উদ্যোগে পূর্ব বালিয়াদর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন। পেয়ার স্মৃতি সংসদের সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান রানা। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়া, লিয়াকত আলি ভুট্টু, আনিছ আহম্মদ হানিফ, শাজাহান খান সাজু, মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক জহির বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ইউছুপ উন নবী বাবু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন খোকন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ। ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন তার বক্তব্যে বলেন সারা বাংলাদেশের ন্যায় এই চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে বিএনপির নেতা কর্মীদেরকে ঘুম, খুন, হত্যা করা হয়েছে। পার্শ্ববর্তী লক্ষীপুর জেলার বিভিন্ন মিথ্যা মামলায় ইউনিয়নের মধু, শামীম, নেহাল, বাবুসহ অনেককে আসামী করা হয়েছে। যারা কখনোই ওই ঘটনার সাথে জড়িত নয় আজ এই মামলায় নির্দোষ কয়েকজনকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে। অনেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আমি উক্ত মামলা তদন্ত দাবি করি এবং গুম হওয়া মামুন পারভেজদের অক্ষত অবস্থায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাই। সোহেলকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে হত্যা মামলা নেওয়ার জোর দাবি জানাই। তিনি আরোও বলেন সারাদেশে যারা বিগত সরকারের আমলে হত্যা ঘুম শিকার হয়েছে আজ তাদের পরিবার সন্তানের লাশ দেখতে চায়। এছাড়া অনুষ্ঠানে গুম হত্যার পরিবাবের অভিভাবক মামুনের বাবা পারভেজের বাবা সোহেলের বাবা কান্না জড়িত কন্ঠে উপস্থিত জনতা ও প্রধান অতিথি কাছে তাদের সন্তান গুম হত্যার বিচার দাবি করেন। এ সময় তাদের কান্নায় এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। সেই সাথে উপস্থিত জনতা উচ্চস্বরে হত্যা ও ঘুমের বিচার দাবি করে।
Leave a Reply