,

দূর্গম ও শিক্ষা বঞ্চিত এলাকায় স্থাপিত হলদিয়া পাতাবাড়ি মডেল হাই স্কুলে সেচ্ছাসেবী সংস্থা এফ এইচ এসোসিয়েশন কান্ট্রি ডিরেক্টর সমরেশ নায়েবের উপস্থিতিতে ওয়াস ব্লক উদ্ভোদনী অনুষ্ঠান সম্পন্ন।

 

কামাল উদ্দিন জয় 

আজ ০২/০১/২০২৫ ইং তারিখে একটি ওয়াস ব্লক উদ্ভোদন করেন FH Association এর কান্ট্রি ডিরেক্টর সমরেশ নায়েব।
ওয়াস ব্লক উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন FH Association এর কান্ট্রি ডিরেক্টর জনাব সমরেশ নায়েব। দূর্গম ও শিক্ষা বঞ্চিত এলাকায় স্থাপিত হলদিয়া পাতাবাড়ি মডেল হাই স্কুল ওয়াস ব্লক উদ্ভোদনী অনুষ্ঠিত হয়। তিনি দূর্গম এলাকায় শিক্ষা বিস্তারের কথা বলতে গিয়ে মরহুম ছালেহ্ আহমদ সিকদারের দানকৃত জমি আগামী নবীনদের শিক্ষার আলোয় আলোকিত করে শিক্ষা বঞ্চিতদের শিক্ষার ব্যবস্থা করে দেওয়ায় তার রুহের মাগফেরাত কামনা করে। FH Association স্বচ্চতাও জবাবদিহিতা নিশ্চিত করে পরবর্তী দেশ সেবা এগিয়ে নিয়ে যাওয়ার কথা দিয়েছেন। স্কুল পরিচালনা কমিটি ও ধন্যবাদ দিয়ে বলেন, দারিদ্র্য, দুর্দশাগ্রস্থ পিছিয়ে জনগোষ্ঠীর অসাম্যের সচেতনতার মাধ্যমে সকলের সহযোগিতায় স্বেচ্ছা শ্রমে এগিয়ে যেতে আঙ্গিকারবদ্ধ। উপস্থিত ছিলেন শাহানা মাহমুদ প্রজেক্ট ম্যানেজার , এরিয়া ম্যানেজার ফারুক আহমেদ , মো ইউছুপ ম্যানেজার, জাহেদ আলম, প্রধান শিক্ষক হলদিয়া পাতাবাড়ি মডেল হাই স্কুল, সাংবাদিক কামাল উদ্দিন জয়, মো: সাবের পরিচালক ওউদ্যোক্তা, শিক্ষক মো: সিফাত,মো: আব্বাস, রেহেনা আক্তার, মুক্তা, ফাতেমা আক্তার , মাইমুনা, জেপরিন, আল -আমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category