কাইরুল ইসলাম মামুন আলমডাঙ্গা
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা শেখ কোরবান আলীর
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
কাইরুল ইসলাম মামুন আলমডাঙ্গা
জাতির শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতা যুদ্ধের রাণাঙ্গনের সৈনিক, বীর মুক্তিযোদ্ধা শেখ কোরবান আলী (৭১) মৃত্যুবরণ করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এই বীর সন্তানের মৃত্যুর সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন নানা শ্রেনী পেশার মানুষ।
গত বুধবার দিবাগত রাত ১১ টা ২০ মিনিটে আলমডাঙ্গা কলেজ পাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে আলমডাঙ্গা সহকারী কমিশনার ভূমি আশীষ কুমার বসু, ওসি অপারেশন আজগর আলীর উপস্থিতিতে চৌকস পুলিশ অফিসার ও ফোর্সরা গার্ড অব অনার প্রদান করেন।
রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের পর জানাযার নামাজ শেষে দারুস সালাম কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন একাত্তরের মুক্তিযোদ্ধা সংগঠক বীর মুক্তিযোদ্ধা ডাঃশাহাবুদ্দিন সাবু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রশিদ,
সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন,আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস, পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা ডাঃ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা খঃ সেলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী মাস্টার,বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনি মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা নবাব আলী, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ডাক্তার আলী আকবর আকু, আবু মুসা, মৎস্য কর্মকর্তা শহিদুর রহমান, শিশু কুঞ্জ প্রিপারেটরি স্কুলের সাবেক অধ্যক্ষ ফকির মোহাম্মদ, মীর উজ্জ্বল,আশরাফুল আজাদ, গোলাম সারোয়ার,গোলাম রহমান সিনজুল মিয়া ,আসিফ রহিম জোয়ার্দ্দার, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু প্রচার সম্পাদক জাফর জুয়েল প্রমুখ।
শেখ কুরবান আলী একাত্তর সালে ৭১ সালে কাকিলাদহের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে সহযোদ্ধারা উল্লেখ করেন। ব্যক্তিগত জীবনে মুক্তিযোদ্ধা শেখ কোরবান আলী শিশুকুঞ্জ প্রিপারেটরি স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর, দীর্ঘদিন যাবত তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত বুধবার রাতে শারীরিক অবস্থা আরো অবনতি হওয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান, সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
Leave a Reply