,

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ পালন

 

প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে ওকাপ’র আয়োজনে বিদেশ ফেরত অভিবাসী ও ফোরাম সদস্যদের নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ পালিত হয়েছে। ফোরাম সদস্যের অংশগ্রহনে ওকাপ মানিকগঞ্জ শহরে এ বর্নাঢ্য র্যা লির আয়োজন করেছে।

বুধবার দুপুরে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) অফিসের সামনে থেকে সাজোয়া ঘোড়ার গাড়ীসহ বণার্ঢ্য শোভাযাত্রাসহ এ র্যািলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাসপোর্ট অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক অভিবাসী ফোরাম সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ওকাপের প্রজেক্ট অফিসার মোঃ মোকাররম হোসেন, ফিল্ড অর্গানাইজার মোঃ রেজাউল করিম, কমিউনিটি মবিলাইজার নিশরাত সায়মা,মিতু আক্তার,ডানা দেওয়ান,মোহনা আক্তার,জয়া খান,সুমি আক্তার,অফিস সহকারী মোঃ সোহেল রানা।

আলোচনায় বক্তারা দক্ষ হয়ে বিদেশ যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন এবং প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের ভাতার ব্যবস্থা করার জন্য সরকারের নিকট আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category