,

ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী সম্পর্কে উচ্চ আদালতের যে নির্দেশনা

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।

ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী বদিউল আলম কে মসজিদের যে কোনো কার্যক্রম হতে বারিত রাখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনের নিকট আবেদন করা হয়েছে। এ মসজিদের মোতাওয়াল্লী মৌলানা ফখরু উদ্দীন ফরাজী কাজল সম্প্রতি এসব আবেদন করেছেন। কক্সবাজার ওয়াকফ উন্নয়ন কমিটির সভাপতি ও কক্সবাজার জেলা প্রশাসক, কক্সবাজার পুলিশ সুপার, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং কক্সবাজারের ওয়াকফ প্রশাসক বরাবরে এ আবেদন দাখিল করা হয়। আবেদনে মহামান্য হাইকোর্ট কর্তৃক রীট পিটিশনের মর্ম মোতাবেক বদিউল আলমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে। রীট পিটিশনের নম্বর হচ্ছে ১২৪৭৮/২৪ ইংরেজি। আবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ওয়াকফ প্রশাসক বেআইনি ভাবে গত ২৮-৪-২৪ ইংরেজি বদিউল আলমকে ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী নিযুক্ত করা হয়। এ নিয়োগকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। এর প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মিস ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ বদিউল আলম ও মৃত ছিদ্দিক আহমদের বিরুদ্ধে রুলনিশি জারি করেন। এতে আমির মোহাম্মদ সিকদার কর্তৃক ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী হিসেবে বদিউল আলমের নিয়োগ অতিরিক্ত জেলা আদালত- ১ কক্সবাজারে বিচারাধীন ওয়াকফ মিচ আপীল মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেন। মিচ আপীল মোকাদ্দমা নম্বর হচ্ছে ৩৬/ ২০২২ ইংরেজি। রীট পিটিশনের মর্মমতে বদিউল আলম এ মসজিদ সংক্রান্তে যাতে বল পূর্বক কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারেন সেজন্য যে কোন রূপ কার্যক্রমে বাধা প্রদান করা আবশ্যক বলে উল্লেখ করা হয়। অন্যথায় আবেদনকারী ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন মোকদ্দমার বিগত ৫/১১/২৪ ইংরেজি তারিখের আদেশের মর্ম মতে জানা গেছে যে, এ মসজিদের প্রকৃত ও বৈধ মোতাওয়াল্লী মৌলভী ফখরুদ্দীন ফরাজি কাজল। হাইকোর্টের বিগত ৫-১১-২৪ তারিখের আদেশ অনুবলে ২৮-৪-২৪ ইংরেজি (বদিউল আলম কর্তৃক দাখিলকৃত) এর স্মারক নম্বরের সকল কার্যক্রম তথা কার্যকারিতা স্থগিত করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের পত্র মতে, এ মসজিদের অফিসিয়াল মোতাওয়াল্লী হচ্ছেন ফখরুদ্দিন ফরাজী কাজল। যার ইসি নং- ১৩২৫০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category