মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী বদিউল আলম কে মসজিদের যে কোনো কার্যক্রম হতে বারিত রাখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনের নিকট আবেদন করা হয়েছে। এ মসজিদের মোতাওয়াল্লী মৌলানা ফখরু উদ্দীন ফরাজী কাজল সম্প্রতি এসব আবেদন করেছেন। কক্সবাজার ওয়াকফ উন্নয়ন কমিটির সভাপতি ও কক্সবাজার জেলা প্রশাসক, কক্সবাজার পুলিশ সুপার, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং কক্সবাজারের ওয়াকফ প্রশাসক বরাবরে এ আবেদন দাখিল করা হয়। আবেদনে মহামান্য হাইকোর্ট কর্তৃক রীট পিটিশনের মর্ম মোতাবেক বদিউল আলমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে। রীট পিটিশনের নম্বর হচ্ছে ১২৪৭৮/২৪ ইংরেজি। আবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ওয়াকফ প্রশাসক বেআইনি ভাবে গত ২৮-৪-২৪ ইংরেজি বদিউল আলমকে ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী নিযুক্ত করা হয়। এ নিয়োগকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। এর প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মিস ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ বদিউল আলম ও মৃত ছিদ্দিক আহমদের বিরুদ্ধে রুলনিশি জারি করেন। এতে আমির মোহাম্মদ সিকদার কর্তৃক ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী হিসেবে বদিউল আলমের নিয়োগ অতিরিক্ত জেলা আদালত- ১ কক্সবাজারে বিচারাধীন ওয়াকফ মিচ আপীল মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেন। মিচ আপীল মোকাদ্দমা নম্বর হচ্ছে ৩৬/ ২০২২ ইংরেজি। রীট পিটিশনের মর্মমতে বদিউল আলম এ মসজিদ সংক্রান্তে যাতে বল পূর্বক কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারেন সেজন্য যে কোন রূপ কার্যক্রমে বাধা প্রদান করা আবশ্যক বলে উল্লেখ করা হয়। অন্যথায় আবেদনকারী ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন মোকদ্দমার বিগত ৫/১১/২৪ ইংরেজি তারিখের আদেশের মর্ম মতে জানা গেছে যে, এ মসজিদের প্রকৃত ও বৈধ মোতাওয়াল্লী মৌলভী ফখরুদ্দীন ফরাজি কাজল। হাইকোর্টের বিগত ৫-১১-২৪ তারিখের আদেশ অনুবলে ২৮-৪-২৪ ইংরেজি (বদিউল আলম কর্তৃক দাখিলকৃত) এর স্মারক নম্বরের সকল কার্যক্রম তথা কার্যকারিতা স্থগিত করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের পত্র মতে, এ মসজিদের অফিসিয়াল মোতাওয়াল্লী হচ্ছেন ফখরুদ্দিন ফরাজী কাজল। যার ইসি নং- ১৩২৫০।
Leave a Reply