,

দৃষ্টিহীনদের বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

 

দৃষ্টিহীন ক্রিকেটারদের নিয়ে পাকিস্তানের মাটিতে এবারের বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল। সেখানে বাংলাদেশ রানার্সআপ হয়েছে।

গতকাল মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ করে ৭ উইকেটে ১৩৯ রান। জবাবে স্বাগতিক পাকিস্তান কোনো উইকেট না হারিয়েই মাত্র ১১.২ ওভারেই জয় তুলে নেয়।

শিরোপা-নির্ধারণী ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন আরিফ হুসেইন। এছাড়া সালমান করেন ৩১ রান ও আশিকুর করেন ২২ রান। পাকিস্তানের হয়ে ওপেনার নিসার আলী ৭২ ও মোহাম্মদ সফদার ৪৭ রানে অপরাজিত থাকেন। এ দিকে দ্বিতীয়বারের মতো হাতছোঁয়া দূরত্ব থেকে ফিরতে হলো বাংলাদেশকে। ২০২২ সালের ফাইনালে ভারতের বিপক্ষে হেরেছিলেন লাল- সবুজের প্রতিনিধিরা।

রানার্সআপ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category