,

কক্সবাজারে ইসলামিক ফাউন্ডেশনের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

রেজাউল করিম ঈদগাঁও কক্সবাজার

‘‘ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দারুল আরকাম মাদ্রাসা মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি গঠনে ভূমিকা রেখে চলেছে। এ মাদ্রসার কারিকুলামে ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার মধ্যে চমৎকার সমন্বয় সাধন করা হয়েছে।’’  ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার মিলনায়তনে ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকালে দারুল আরকাম মাদ্রাসা শিক্ষকদের ৩ দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বিইউএম আবু আহসান এ কথাগুলো বলেন।  ইফাঃ কক্সবাজারের উপ পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক সরওয়ার আকবর। প্রশিক্ষণ কোর্সে জেলার ৯ টি উপজেলার ১৮ টি মাদ্রাসার ৩৬ জন শিক্ষক অংশগ্রহন করেন। কোর্সে বিষয়ভিত্তিক রিসোর্স পার্সনের মাধ্যমে শিক্ষা, নৈতিকতা, পাঠদানে দক্ষতা ইত্যাদি বিষয়ে মোট ১৮ টি ক্লাস পরিচালনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category