-
- সারাদেশ
- কেশবপুরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্বরণ সভা অনুষ্ঠিত
- Update Time : November, 23, 2024, 9:43 am
- 33 View
ইমরান হোসেন, কেশবপুর যশোর
যশোরের কেশবপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে খুনি হাসিনা সরকারের গুলি ও নির্যাতনে নিহত ও আহতদের স্বরণে কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২১নভেম্বর) সকাল ১১ টায় স্থানীয় আবু শরাফ সাদেক অডিটরিয়ামে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার।
অনুষ্ঠিত স্বরণ সভায় বক্তব্য দেন, উপজেলা জামাতে ইসলামের আমির অধ্যাপক মোঃ মোক্তার আলী, কেশবপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, কেশবপুর পাইলট সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আলা, পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তৌহিদুর রহমানের পিতা ভাল্লুকঘর গ্রামের আব্দুল জব্বার মোল্লা।
স্মরণ সভায় কেশবপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তব্য রাখেন ছাত্র নেতা মোনিম হোসেন ও সোহাগি দাস প্রমুখ।
More News Of This Category
Leave a Reply