,

চাঞ্চল্যকর ক্লুলেস দেলোয়ার হত্যাকান্ডের মূল হোতা সোহেলকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

নিজেস্ব প্রতিবেদক

ঢাকা জেলার সাভার মডেল থানার উত্তর মেইটকা এলাকার চাঞ্চল্যকর, শ্রমিক দেলোয়ার (১৯) ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন পূর্বক মূল হোতা সোহেল (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‍্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ১০ নভেম্বর রাতে ডিএমপির হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে সাভারের চাঞ্চল্যকর ও ক্লুলেস দেলোয়ার (১৯) হত্যাকান্ডের রহস্য উদঘাটনপূর্বক হত্যাকাণ্ডের মূলহোতা সোহেল (২০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ভিকটিম পেশায় একজন ভ্যান চালক। গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় দুপুরের খাওয়া শেষে ভিকটিম কর্মস্থলে যাওয়ার সময় সাভার মডেল থানাধীন ঝাউচর উত্তরপাড়া সাকিনস্থ জনৈক স্বপন সাহেবের কেমিক্যাল দোকানের পূর্ব পাশে বালুর মাঠে পৌছানো মাত্র কতিপয় ব্যক্তি ভিকটিমকে মারপিট করে। পরবর্তীতে ভিকটিম বাসায় এসে তার পরিবারকে জানালে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় লোকজন বিষয়টি মিংমাসা করে দেন। ঐদিনে বিকাল ০৪.০০ ঘটিকার পরে ভিকটিম দেলোয়ার বাসা হতে বের হয়ে কর্মস্থলে উদ্দেশ্যে যায় আর বাসায় ফিরে আসেনি। পরবর্তীতে গত ০৪/১১/২০২৪ তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় সাভার মডেল থানাধীন তেঁতুলঝোড়া ইউনিয়ন উত্তর মেইটকা সাকিনস্থ এমবিএম ইট ভাটার উত্তর পাশে একটি অজ্ঞাত নামা অর্ধগলিত লাশের সন্ধান পাওয়া গেলে ভিকটিমের পরিবার ঘটনাস্থলে পৌছে ভিকটিম দেলোয়ার (১৯) কে সনাক্ত করেন। এ সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হলে র‍্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে । পরবর্তীতে র‌্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপির হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে সাভারের চাঞ্চল্যকর ও ক্লুলেস দেলোয়ার (১৯) হত্যাকান্ডের মূলহোতাকে গ্রেফতার করেঃ

সোহেল (২০), পিতা-আব্দুল হালিম, সাং-বান্দেরহাট, থানা-মাইজদি, জেলা-নোয়াখালি।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পূর্ব শত্রুতা ও নারীঘটিত কারণে ভিকটিমকে হত্যা করার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখে ভিকটিমকে তার বাসা হতে ডেকে নিয়ে সাভার মডেল থানাধীন ঝাউচর উত্তরপাড়া সাকিনস্থ জনৈক স্বপন সাহেবের কেমিক্যাল দোকানের পূর্ব পাশে বালুর মাঠে ফাঁকা জায়গায় ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে চাকু মারে ও এক পর্যায়ে চাকু দিয়ে ভিকটিমের গলায় পোচ দিয়ে মৃত নিশ্চিত করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category