কামাল উদ্দিন জয় উখিয়াঃ
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে উখিয়ায় এনজিওর কার্গো ট্রাকের চাকায় পিষ্ট হয়েছে। এতে হুবাইব নামে পাঁচ বছরের এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।
নিহত শিশু ক্যাম্প-৭ এর বাসিন্দা আজিজুর রহমানের ছেলে। ৪ নভেম্বর সোমবার বিকেলে রোহিঙ্গা ক্যাম্প-৮ডব্লিউ-এর ব্লক-বি-এর সাব-ব্লক এ-১৭ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে খেলার সময় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় শিশুটি পিষ্ট হয়। শিশুটির মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়। আহত শিশুটিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর আশপাশের রোহিঙ্গারা পণ্যবাহী ট্রাকটি আটক করে। ক্যাম্প প্রশাসন সূত্রে জানা গেছে, ঘাতক ট্রাকটি একটি এনজিওর মালামাল বহন করছিল।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন সড়ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply