দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও গনঅধিকার পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর সোমবার বিকেলে দেবীগঞ্জ পাবলিক ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় দেবীগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একে ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলা কমিটির যুগ্ন সদস্য সচিব মশিবুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের জেলা কমিটির সহ সভাপতি আব্দুর রহমান, জেলা কমিটির সদস্য মাসুদ ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি সিরাজুল ইসলাম সাজু, সুন্দরদীঘি ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, পঞ্চগড় শ্রমিক অধিকার পরিষদের সহ সভাপতি ইসরাফিল হোসেন, দেবীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাজেদুল ইসলাম ইমু, দেবীগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি রাব্বি হোসেন।
বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও গনঅধিকার পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখা এ কর্মীসভার আযোজন করে।
কর্মীসভা শেষে গনঅধিকার পরিষদের দেবীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আফতাব আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক একে ভুইয়া, সদস্য সচিব আব্দুল মজিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইসরাইল হোসেন।
কর্মীসভা শেষে যুব অধিকার পরিষদের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি পদে মাসুদ রানা, সাধারন সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক পদে সাকিব ইসলাম,ছাত্র অধিকার পরিষদের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি পদে মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে রাব্বানী, সাংগঠনিক সম্পাদক পদে ফেরদৌস আহমেদ নির্বাচিত হন। কমিটির নির্বাচিত সদস্যরা পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।
Leave a Reply