কামাল উদ্দিন জয় উখিয়া
নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে একটা ফেয়ার, ফ্রি, ইমপারসিয়াল নির্বাচন উপহার দিয়ে বিদায় নিবেন। সাথে খুব কম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার কথাও জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা খুব কম সময়ের মধ্যে নির্বাচন দেব। জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা আমরা করব।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন ড. আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা বলেন, এতদিন ভোটের নিয়ম, পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল। নির্বাচন কমিশনকে সাজিয়ে একটা ফেয়ার, ফ্রি, ইমপারসিয়াল নির্বাচন দেব। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। যারা জনগণের ম্যানডেট পাবে, আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব। আমরা দেশ শাসন করতে আসি নাই বলে জানিয়ে আ ফ ম খালিদ হোসেন বলেন, আগামী দিনে যারা দেশ পরিচালনা করবে, আমরা তাদেরকে পথ দেখিয়ে দিতে এসেছি।
ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতনের পর এক কঠিন পরিস্থিতিতে আমরা অন্তর্তী সরকারের দায়িত্ব নিয়েছি। আইন শৃঙ্খলা, দ্রব্যমুল্য ও বিভিন্ন সংস্কার বিষয়ে সরকারের সামনে এখন অনেক চ্যালেঞ্জ। ধর্ম উপদেষ্টা বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সফল হবই ইনশাআল্লাহ।
যেকোন সমস্যা ছাড়া দেশে চলমান দুর্গাপুজা উদযাপনে সরকারের বড় সফলতা বলে জানিয়ে তিনি বলেন, এরপরও ফ্যাসিবাদের দোসররা দেশের বাইরে বসে বিরূপ প্রচারণা চালাচ্ছে সরকারের বিরুদ্ধে। তিনি কক্সবাজারের যে কোন সমস্যার সাধ্যমতো সহযোগিতা করবেন। এসময় ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রতি সাংবাদিকদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিক নেতাদের যুক্তিক দাবি ও বিভিন্ন সমস্যার কথা শুনে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট অফিস প্রধানদের সাথে কথা বলবেন। এ ছাড়াও প্রেসক্লাব বহুতল ভবন তৈরিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন উক্ত মতবিনিময় সভার প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসেন।
গতকাল শুক্রবার কক্সবাজার প্রেসক্লাব সভাপতির সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক সচিব আব্দুল হামিদ, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাব সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, প্রেসক্লাবের সহ সভাপতি এডভোকেট জি এ এম আশেক উল্লাহ, শিক্ষাবিদ শফিকুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনছার হোসেন।
Leave a Reply