,

সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ ও রাত্রীযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটক যাতায়ত সীমিতকরণ ও রাত্রীযাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও হোটেল মিশুকে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ট্যূর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার এবং সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট সহ সকল অংশীজনদের নেতৃবৃন্দ এতে একাত্মতা ঘোষণা করেন ।
এসময় বক্তারা বলেন, সৈরাচারী সরকারের আমলে সেন্টমার্টিন দ্বীপ ঘিরে নেয়া বিতর্কিত সিদ্ধান্ত সমূহ বাতিল করা না হলে পর্যটন শিল্প দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এতে কয়েক লাখ মানুষ জীবন জীবিকা হারিয়ে বেকার হয়ে পড়বে। তাই এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনা জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়।
এসময় টুয়াক উপদেষ্টা মুফিজুর রহমান, সাবেক সভাপতি আনোয়ার কামাল ও সহসভাপতি এমএম সাদেক লাবু ও হোসাইন ইসলাম বাহাদুর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category