শাকুর মাহমুদ চৌধুরী, কক্সবাজার
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল মহিলা কলেজ সংলগ্ন নিজ বাড়িতে শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬:৪০ মিনিটে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোজাহের (যিনি এলাকায় চশমা মুজাহের নামে পরিচিত) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাজী মোজাহের মরহুম সৈয়দ হোসেনের তৃতীয় পুত্র। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, এবং বিভিন্ন মহলে দেখা গেছে অশ্রুসিক্ত পরিবেশ।
হাজী মোজাহের একজন নির্ভীক, সৎ ও সাদা মনের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার ব্যবসা জীবনের বেশিরভাগ অংশজুড়েই ছিল চশমা ব্যবসা, এবং তিনি এই পেশার প্রতি নিষ্ঠাবান ছিলেন। তার সাদা মনের ও বন্ধুসুলভ আচরণ এলাকাবাসীর মাঝে তাকে চিরস্মরণীয় করে রেখেছে।
মরহুমের জানাজার নামাজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায়, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মকাম দান করেন—এমনই প্রার্থনা সকলের। আমিন আল্লাহুম্মা আমিন।
Leave a Reply