নিজেস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গন প্রাঙ্গণে শারদীয় দূর্গা পূজা ২০২৪ইং উপলক্ষে ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত ঢাকা জেলার সকল পূজা মন্ডপ কমিটির সাথে বিনিময় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক বাবু, বাসুদেব ধর, সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, সন্তোষ সর্মা, ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, বাবু নিতাই চাদ তালুকদার, সাবেক সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাবু জে এল ভৌমিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাবু মনিন্দ্র কুমার নাথসহ ঢাকা জেলার সকল উপজেলা, থানা, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা দেশে চলমান নানা নির্যাতনের ঘটনা তুলে ধরে ঐক্য ভাবে তা প্রতিরোধের ঘোষণা দেন। এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্রদত্ত সকল নির্দেশনা মেনে পূজার্চনা করারও আহ্বান জানান। সেই সাথে পূজাতে সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে বলেও উৎসাহিত করেন।
এসময়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক বাসুদেব ধর তার বক্তব্যে বলেন, ইতিমধ্যেই সরকারের সাথে আমাদের বৈঠক হয়েছে। সরকার বলেছেন এবারের পূজায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক সন্তোষ সর্মা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, জে, এল ভৌমিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মনিন্দ্র নাথসহ জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালন করেন, ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক স্মরণ সাহা।
অনুষ্ঠানে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ অতিথিদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
Leave a Reply