,

উখিয়ার কোটবাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী মোঃ আব্দুল হক আর নেই

শাকুর মাহমুদ চৌধুরী, কক্সবাজারঃ

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের কুতুবাবাদ বায়তুশ শরফ হাতির ঘোনা নিবাসী ও কোটবাজার ভালুকিয়া রোডের হক মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী বেলাল উদ্দিনর আব্বাজান মোঃ আব্দুল হক ইন্তেকাল করেছেন। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৪) সকাল ৯টা ২০ মিনিটে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মোঃ আব্দুল হক কোটবাজারের বিশিষ্ট একজন সুপরিচিত চাউল ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়-স্বজন এবং ব্যবসায়ী মহল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের নামাজে জানাজা আজ বিকাল ৫টা ৩০ মিনিটে বায়তুশ শরফ জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে মরহুমের আত্মীয়-স্বজনসহ সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

মহান আল্লাহর নিকট প্রার্থনা, মামা মরহুম মোঃ আব্দুল হকের সকল গুনাহ মাফ করে দিয়ে যেন জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মকাম দান করেন, আমিন আল্লাহুম্মা আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category