কক্সবাজার কুতুবদিয়ায় দুইটি পৃথক অভিযানে ০২ টি আগ্নেয়াস্ত্র ০৪ রাউন্ড গোলা বিপুল দেশীয় অস্ত্রসহ এক ডাকাত আটক
জাহেদ আলম কক্সবাজার
কক্সবাজার জেলার কুতুবদিয়ায় দুইটি পৃথক অভিযানে ০২ টি আগ্নেয়াস্ত্র ০৪ রাউন্ড গোলাসহ বিপুল দেশীয় অস্ত্র এবং ০১ জন ডাকাত আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড
বিশেষ সুত্রে জানা যায় যে, কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালী ও আলী আকবর ডেইল এলকায় একটি ডাকাত দল ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১১ই সেপ্টেম্বর ২০২৪ বুধবার ভোর রাত ১:০০ হতে ৪.০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া এর একটি চৌকস দল কর্তৃক কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালী ও আলী আকবর ডেইল ইউনিয়নস্থ নয়াঘোনা ও তাবালের চর এলাকায় দুইটি বিশেষ পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০১ টি একনলা বন্দুক, ০৪ রাউন্ড গোলা, ০৭ টি চাকু, ০৬ টি চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ সক্রিয় ডাকাত সদস্য মোঃ শাহরিয়ার (৩৪) পিতা- আবু তালেব, গ্রাম- নয়াগোনা, থানা- কুতুবদিয়া, জেলা- কক্সবাজার কে কোস্টগার্ড আটক করতে সক্ষম হয়। আটককৃত ডাকাতসহ জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply