নিজেস্ব প্রতিবেদক
রাজধানীর অদূরে ঢাকার সাভারে ভার্ক সেমিনার হলে সামাজিক সম্প্রীতি ও মানবাধিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সেমিনারের আযোজন করে সিভিক রাইটস এলায়েন্স (সিআরএ) ও মানবাধিকার উন্নয়ন কেন্দ্র। বিভিন্ন এনজিও, সিবিও, প্লাটফরম.নেটওয়ার্ক প্রতিনিধি ও তরুণ প্রজন্মের উপস্থিতিতে অনুষ্ঠিতে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন টিআইবি-সচেতন নাগরিক কমিটি (সনাক) সাভার ‘র সভাপতি অধ্যাপক দীপক কুমার রায়, বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের মহাসচিব ও সিভিক রাইটস এলায়েন্স (সিআরএ)র চেয়ারম্যান মোঃ মাহবুল হক,ভার্ক এর উপ-নির্বাহী পরিচালক মোঃ মাসুদ রানা, ঢাকা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও সাভার শিক্ষক ফোরামের সভাপতি শফিক পাটোয়ারী দৈনিক সময় বায়ান্ন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক, শম্ভু সরকার প্রমুখ।
সিভিক রাইটস এলায়েন্স (সিআরএ)’র মহাসচিব সাংবাদিক সীমান্ত সিরাজ এর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন মানবাধিকার উন্নয়ন কেন্দ্র’র সভাপতি বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব এ্যাডভোকেট নজরুল ইসলাম।
বক্তারা সম্প্রীতির বাংলাদেশ ও মানবাধিকার বান্ধব বাংলাদেশ বিনির্মাণে প্রশাসনের সকল স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্বতস্ফুর্ত অংশগ্রহন নিশ্চিত করার আহবান জানান। তারা বলেন ধর্ম ,বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে পারলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে। এ জন্য সকলকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।বক্তারা বলেন মানবাধিকার সর্বজনীন,মানবাধিকার সবার জন্য সবখানে সমানভাবে প্রযোজ্য।
Leave a Reply