,

মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে “শহীদি মার্চ” অনুষ্ঠিত 

শুভ চৌহান মধুপুর উপজেলা প্রতিনিধি

টাংগাইলের মধুপুরে ছাত্র -জনতার গণ অভ্যুত্থানের এক মাস পুর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহীদদের স্মরণে “শহীদি মার্চ” কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে মধুপুর নতুন ব্রিজ ও আনারস চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মধুপুর শাখার সমন্বয়কদের উদ্যোগে এ “শহীদী মার্চ” কর্মসূচী পালন করা হয়।
শহীদী মার্চে অংশ গ্রহনের জন্য মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মধুপুর আদর্শ দাখিল মাদ্রাসা, রাণী ভবানী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, মধুপুর সরকারী ডিগ্রী কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে মধুপুর বাসস্ট্যান্ডের নতুন ব্রীজের উপর জড়ো হতে থাকে।
একে একে মিছিল নিয়ে শিক্ষার্থীরা নতুন ব্রিজে এসে একত্রিত হলে মধুপুর বাসস্ট্যান্ড এলাকা জনসমুদ্রে পরিনত হয়। পরবর্তীতে মিছিলটি মার্চ করে বাসস্ট্যান্ডের আনারস চত্বর থেকে শুরু করে মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও মধুপুর ডিগ্রী কলেজ প্রদক্ষিণ করে আবারও বাসস্ট্যান্ডের নতুন ব্রিজে এসে শেষ হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও কলেজ স্কুলের শিক্ষার্থীরা আন্দোলনের সেই ভয়াবহতা তুলে ধরে বক্তব্য রাখেন। শতশত ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সরকার প্রধানের পদত্যাগ করে পালিয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আন্দোলনে যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের  সুস্বাস্থ্য কামনা করে মোনাজাতের মাধ্যমে “শহীদি মার্চ” কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category